Skip to content

পাঁশকুড়ায় আত্মঘাতী সপ্তম শ্রেণির স্কুলছাত্র,নিজের খাতায় লিখে,‘‘মা আমি চুরি করিনি।’’

চিপ্‌স চুরির অপবাদ.................

নিজস্ব সংবাদদাতা : গত রবিবার মিষ্টির দোকান থেকে তিনটে চিপ্‌সের প্যাকেট চুরির অভিযোগ উঠে। চুরির ‘অপবাদ’ সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার গোঁসাইবেড় এলাকার বাকুলদা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির (১৩ বছর) স্কুলছাত্র কৃষ্ণেন্দু দাস। আত্মহত্যার আগে নিজের খাতায় লিখে,‘‘মা আমি চুরি করিনি।’’ জানা যায়,গত রবিবার মিষ্টির দোকান থেকে তিনটে চিপ্‌সের প্যাকেট চুরির অভিযোগ উঠেছিল বছর ১৩- এর কৃষ্ণেন্দুর বিরুদ্ধে। যদিও স্থানীয়দের দাবি, সাইকেল নিয়ে যাচ্ছিল কিশোর কৃষ্ণেন্দু। দমকা হাওয়ায় কয়েকটি চিপ্‌সের প্যাকেট রাস্তায় পড়ে গিয়েছিল। পড়ে রয়েছে ভেবে কৃষ্ণেন্দু তিনটে চিপ্‌সের প্যাকেট কুড়িয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছিল। মিষ্টি দোকানের মালিক সেটা দেখতে পেয়েই কিশোরকে ধরেন ও তাকে বাধ্য করেন কান ধরে ওঠ বোস করতে। এমনকি তারপর মিষ্টি দোকানিকে ওই চিপ্‌সের প্যাকেটের মূল্য বাবদ ২০ টাকা দেন কৃষ্ণেন্দু। দোকানদার পাঁচ টাকা ফেরতও দেন। ঘটনাটি এইখানে শেষ হলেও পরে লোকমুখে বিষয়টি বাড়ির লোকজনেরা জানলে কৃষ্ণেন্দুর মা আবার ছেলেকে মিষ্টি দোকানে নিয়ে যায়। করেন বকাবকিও। এর পরেই বাড়ি ফিরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে ওই কিশোর। দ্রুত উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা চলাকালীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে কৃষ্ণেন্দু। গোটা ঘটনায় পুলিশে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করা না হলেও পাঁশকুড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Latest