নিজস্ব প্রতিবেদন : নয়াদিল্লি-দ্বারভাঙ্গা স্পেশাল এক্সপ্রেসে আগুন লাগল। একটি কোচে আগুন লেগেছে। যে স্লিপার কোচে আগুন লেগেছে, সেটিকে আলাদা করে দেওয়া হয়েছে। সেই ঘটনায় নয়াদিল্লি-হাওড়া লাইনে রেল পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানানো হয়েছে।দিল্লি থেকে দ্বারভাঙ্গা যাওয়ার পথে আগুন লেগে গেল ০২৫৭০ দিল্লি-দ্বারভাঙ্গা সুপারফাস্ট এক্সপ্রেসে। বুধবার (১৫ নভেম্বর), উত্তর প্রদেশের ইটাওয়াতে এই ঘটনা ঘটে। সূত্রের খবর, প্রথমে একটি বগির তলায় আগুন লেগেছিল। মুহর্তের মধ্যে সেখান থেকে পরপর তিনটি বগিতে আগুন ছড়িয়ে যায়। বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হয়েছেন। তাঁদের নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রেনে আগুন লাগার সঙ্গে সঙ্গে, বেশ কয়েকজন যাত্রী লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পড়েন। সূত্রের খবর, ট্রেনটিতে তার ধারণক্ষমতার থেকে অনেক বেশি যাত্রী ছিলেন। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। ঘটনাস্থলে পৌঁছেছেন ভারতীয় রেল বিভাগের বেশ কয়েকজন কর্তাও।
দাউ দাউ করে জ্বলছে তিনটি বগি!
