Skip to content

হাওড়া-আমতা দক্ষিণ পূর্ব শাখার বড়গাছিয়া স্টেশনে রেল অবরোধ!

1 min read

নিজস্ব সংবাদদাতা : আজ, শনিবার ১১ই অক্টোবর সকাল থেকেই বিক্ষোভ চলছে দক্ষিণ পূর্ব শাখার হাওড়া আমতা রেললাইনে। দেরিতে ট্রেন আসায় বড়গাছিয়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান যাত্রীরা। তাদের অভিযোগ, নিত্যদিনই লেট করছে ট্রেন।

যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। প্রায় চার ঘণ্টা পরে অবরোধ ওঠে বলে জানা গিয়েছে।নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিদিনই ট্রেন দেরিতে চলছে। যার ফলে কর্মক্ষেত্রে সময়মতো পৌঁছনো সম্ভব হচ্ছে না। অনেকের দাবি, মালগাড়িকে অগ্রাধিকার দিয়ে লোকাল ট্রেনকে বারবার লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে।

এক নিত্যযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা প্রতিদিন চাকরির জায়গায় দেরিতে পৌঁছই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাগ করে, চাকরি চলে যাওয়ার ভয় পাচ্ছি। রেল কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।” অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে রেল পুলিশ ও রেলের কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সঙ্গে কথা বলেন। রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের অভিযোগ খতিয়ে দেখে ভবিষ্যতে ট্রেন চলাচলে যাতে সমস্যা না হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেন তাঁরা। অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান রেলের আধিকারিকরা।লোকাল পুলিশের সঙ্গে রেলের পুলিশ অবরোধকারীদের হটাতে একসাথে কাজ করে।। দিনে দিনে মানুষের ক্ষোভ বাড়ছে এরকম ঘটনা আগামী দিনে আবার যে ঘটবে না তার কোন নিশ্চয়তা নেই।

Latest