নিজস্ব সংবাদদাতা : অলিম্পিক শুরুর দ্বিতীয় দিনেই পদক এসেছে ভারতে।২০২৪ সালের অলিম্পিকে প্রথম পদক এল ভারতের ঝুলিতে। ব্রোঞ্জ পদক এনে দিলে মনু ভাকের। দীর্ঘ ১২ বছর পর শুটিংয়ে পদক পেল ভারত। ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। আজ তৃতীয় দিনে ফের পদক জয়ের লক্ষ্যে নামবেন তিনি, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে। পাশাপাশি ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে পুরুষ এবং মহিলা বিভাগে নামবেন অর্জুন বাবুটা এবং রমিতা জিন্দল। সোমবার শুটিংয়ে জোড়া পদক আসতে পারে ভারতে। প্রথম মহিলা শুটারও মনু, যিনি অলিম্পিকে পদক পেলেন। রবিবার থেকেই চর্চায় মনু ভাকের। ভারতীয় শুটিংয়ের 'পোস্টার গার্ল' বলা হচ্ছে তাঁকে।মাত্র ৬ বছর বয়স শুটিংয়ে হাতেখড়ি। ১৪ বছর বয়স থেকেই বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মনু।