Skip to content

প্রকাশ্যে দিনের আলোয় দারকেশ্বর নদীর পাড় থেকে চলছে বালি চুরি!

দারকেশ্বর নদীর পাড় থেকে চলছে বালি চুরি

বাঁকুড়া নিজস্ব সংবাদদাতা : দ্বারকেশ্বর দক্ষিণ-পশ্চিম পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রধান নদী। পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি জেলার উপর দিয়ে শিলাই প্রবাহিত সরকারিভাবে বালি তোলাকে নিষিদ্ধ করা হয়েছে। আর সেই বালিই বেআইনিভাবে, কোনরকম সরকারি অনুমতি না নিয়েই স্থানীয় কিছু বালি মাফিয়া দিনের পর দিন রাতের অন্ধকারে নদী থেকে তুলে পাচার করে দিচ্ছে। এখন তো দিনের আলোয় দারকেশ্বর নদীর পাড় থেকে চলছে বালি চুরি । বহুবার বালি মাফিয়ারা বিভিন্ন রকম ভাবে বালি চুরি করেই চলেছে।আরো একটি ঘটনা ঘটলো গতকাল ইন্দাস ব্লকের কোরীসুন্ডা এলাকায় নদীর পাড় থেকে বেআইনিভাবে ভাবে গাড়ি গাড়ি বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে ইন্দাস থেকে কোতুলপুর ব্লকে । সূত্র মারফত জানা যায় নদীর পাড় কেটেই ওই বালি নিয়ে যাওয়া হচ্ছে লোকাল ইট ভাটাতে। আমাদের রিপোর্টার ওখানে পৌঁছালে ততক্ষণ বেশ কয়েকটি ট্রাক্টর এবং দুটো জেসিবি ওখান থেকে তড়িঘড়ি পালিয়ে যায় । তাহলে কি এর পিছনে এর পিছনে কোনো বড়চক্র কাজ করছে । এই ধরনের ঘটনা কেনই বা ঘটছে দিনের আলোয়। পুলিশ প্রশাসনের কি নজরদারির অভাব রয়েছে।

0:00
/0:47

Latest