পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের এক চাষির ছেলে দয়ানন্দ গরানি।আসলে দয়ানন্দ হলেন টিম ইন্ডিয়ার অন্যতম থ্রো-ডাউন স্পেশালিস্ট, নিজেদের সাফল্যের জন্য বিরাট কোহলিরা যাঁর কৃতিত্ব স্বীকার করে নিয়েছেন প্রকাশ্যেই।এখান থেকেই উত্তোরণের পথ বেয়ে আজ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচিং সাপোর্টিং স্টাফ দয়ানন্দ গরানি জয় সেলিব্রেট করছে বিরাট রোহিতের সঙ্গে । দেখে মনের শান্তি আর আবেগ মথিত হতে বাধ্য হলাম। একটা গর্ব অনুভব করছি। আগের বিশ্বকাপ একটুর জন্য ছোঁয়া হয়নি। কিন্তু দ্বিতীয়বারে বিশ্বকাপ একেবারে হাতের মুঠোয়। প্রত্যেক খেলোয়াড়ের লক্ষ্য থাকে বিশ্বকাপ ছুঁয়ে দেখার। আজ সে ইচ্ছেই যেন সকলের পূর্ণ হলো।২০২০ সালের অস্ট্রেলিয়া সফরের আগে টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত জামিট্যা গ্রামের এই তরুণ।বাবা একজন সাধারণ চাষি। আর পাঁচটা ভারতীয় কিশোরের মতোই দয়ানন্দেরও ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল। তবে ক্রিকেটের ময়দানে বলিষ্ঠ পদক্ষেপ রাখতে পারেননি তিনি। কোলাঘাট থেকে রোজ রোজ কলকাতায় গিয়ে অনুশীলনের টাকা ছিল না তাঁর। সাধ্যমতো কোলাঘাটেই অনুশীলন সারেন। শেষমেশ সব প্রতিবন্ধকতা দূর করে সিএবির ক্লাব ক্রিকেটে আত্মপ্রকাশ করেন দয়ানন্দ। তাঁর দক্ষতাই তাঁকে শেষমেশ টিম ইন্ডিয়ার অন্দরমহলেও জায়গা করে দেয়। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে দলের সকলের স্নেহের পাত্র দয়ানন্দ গরানি।