পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : অস্বাভাবিক মৃত্যুর আদিবাসী ডাক্তার সোরেন দোষীদের শাস্তির দাবিতে ও শিক্ষক সুবল সোরেনের মৃত্যুর প্রতিবাদ সহ একাধিক দাবি নিয়ে ২রা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ডেবরা থানার কাছে বিজেপির অবস্থান বিক্ষোভের কথা ছিল। কিন্তু সেক্ষেত্রে পুলিশ কোনো অনুমতি দেয়নি বলে অভিযোগ বিজেপির। তাই ডেবরা অডিটোরিয়াম হলের সামনে বালিচক-ডেবরা রাজ্য সড়ক অবরোধ করতে গেলে বাধা দেয় পুলিশ।ডেবরায় বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ এর ঘটনায় আক্রান্ত বিজেপির ঘাটাল সংগঠনিক জেলার সভাপতি সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী। গুরুতর আহত হওয়ায় ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস কে নিয়ে আসা হলো মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে। যারা গুরুতর আহত তাদেরকেও ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মেদিনীপুরের স্থানান্তরিত করা হচ্ছে বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে।

উল্লেখ্য, সম্প্রতি অস্বাভাবিক আদিবাসী ডাক্তার সোরেন ও শিক্ষক সুবল সোরেনের মৃত্যুর ঘটনা ঘটে। এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ডেবরায় বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয় বিজেপি। ডেবরা অডিটোরিয়াম হলের কাছে পথ অবরোধ করতে গেলে বাধা দেয় পুলিশ। পরে বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। এই ঘটনাটি আহত হয় তনময় দাস সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী।