নিজস্ব সংবাদদাতা : আবগারি মামলায় বৃহস্পতিবার রাতেই নিজের বাসভবন থেকেই গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। শুক্রবার পিএমএলএ আদালতে হাজির করানো হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে। আর্থিক তছরুপের মামলা ওঠে এই আদালতে। পিটিআই জানিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরার জন্য নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অরবিন্দ কেজরীবাল গ্রেফতার হওয়ার পর যত সময় এগোচ্ছে, ততই জনমানসে ক্ষোভ বাড়ছে। আপ নেতৃত্ব রাতেই দলীয় সমর্থকদের নিয়ে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর। পরিস্থিতি সামাল দিতে ইডি অফিসের সামনে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার হতেই বিক্ষোভ দিল্লিতে!
