Skip to content

দেশব্যাপী রেশন ধর্মঘটের হুঁশিয়ারি!

নিজস্ব প্রতিবেদন : দাবি-দাওয়া পূরণ না হলে আগামী মাস থেকেই রেশন পরিষেবা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশন। আর এবার আরও একবার হুঁশিয়ারির সুর সংগঠনের সভাপতি বিশ্বম্ভর বসুর গলায়। দিল্লি থেকে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন, “যে সব রাজ্যে সরকারের থেকে টাকা পাওনা আছে, সেই সব রাজ্য সরকারের বিরুদ্ধে ১ ডিসেম্বর থেকে আন্দোলন শুরু হবে। পশ্চিমবঙ্গেও চলবে সেই আন্দোলন। এরপর ১ জানুয়ারি থেকে দেশব্যাপী রেশন ধর্মঘট শুরু হবে।”কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই রেশন ধর্মঘট চলবে বলে হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। কিন্তু রেশন ডিলারদের দাবি-দাওয়া আদায় করতে এই চরম আন্দোলনের জন্য তো সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হবে। সে কথাও মানছেন রেশন ডিলারদের সংগঠনের সভাপতি বিশ্বম্ভর বসু। তাঁর বক্তব্য, সাধারণ মানুষও যাতে প্রশাসনের উপর চাপ দেয়, যাতে তাঁদের দাবি-দাওয়া পূরণ হয়। বললেন, “আমরা জনগণের আশীর্বাদ চাইছি, সহযোগিতা চাইছি।”

Ganashakti-ধর্মঘটের হুঁশিয়ারি রেশন ডিলারদের

Latest