Skip to content

বৃষ্টি মাথায় নিয়েও ফ্যানে সেলফি ফ্যানদের সঙ্গে!

নিজস্ব সংবাদদাতা : সারা দিনের প্রচারের ব্যস্ততা। যেখানেই যাচ্ছেন, মানুষের ভিড়। রোদে পুড়ে যেমন মানুষের কাছে পৌঁছেছেন, বৃষ্টি মাথায় নিয়েও ঘুরছেন দুয়ারে দুয়ারে। এত ব্যস্ততার মধ্যেও দিব্যাঙ্গ ফ্যানকে কাছে টেনে নেন দেব। তখনও বৃষ্টি পড়ছিল। চারপাশে ভিড়ে ভিড়াকার। ধৈর্য হারাননি সুপারস্টার। ফ্যানের মোবাইল নিজের হাতেই নিয়ে নেন। সময় নিয়ে সঠিক ফ্রেম সেট করেন। তোলেন সেলফি ফ্যানদের সঙ্গে।ঘাটালের পথে ও প্রান্তরে ভোটপ্রচারে সৌজন্যেবোধের মন্ত্রশক্তিতেই ভোটের বৈতরণি জয়ের স্বপ্ন দেখছেন দেব। ক্ষমতায় নয়, নিজের সিনেমা ‘প্রধান’-এর জনপ্রিয় ডায়লগের মতোই ভালোবাসায় বিশ্বাস করেন তিনি। সে বিশ্বাস যতই ঘরে-বাইরে প্রশ্নের মুখে পড়ুক, দেব নিজের অভীষ্টে আত্মমগ্ন, সাধনায় অবিচল। কেশপুরে ভোটপ্রচার শেষে সুপারস্টার বলেছিলেন, “গত দশ বছরে রাজনীতিতে অনেক কিছু দেখেছি। কিন্তু আমি অন্যরকম রাজনীতিতে বিশ্বাসী।

Latest