Skip to content

ধর্ম যার-যার শিল্পী কিন্তু সবার!

1 min read

পূর্ব মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : ধর্ম যার-যার শিল্পী কিন্তু সবার’! সেই বার্তাই দিয়ে চলেছেন এই শিল্পী।কথা হচ্ছে প্রতিমা শিল্পী নূর মহম্মদ চৌধুরীর। বয়স ৫৭ আশপাশে। বাড়ি পূর্ব মেদিনীপুরের হলদিয়ার মহকুমার আন্দুলিয়ার গ্রামে। স্ত্রী, সন্তান,নাতি-নাতনিদের নিয়ে ভরা সংসার তাঁর। তবে জীবনের শুরুটা এতটাও মসৃণ ছিল না। এক একটি দিন কেটেছে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। শৈশব থেকেই যেন শিল্পকলা হাতে নিয়ে জন্মেছেন। ছোটবেলায় কাদা মাটি নিয়ে খেলতে খেলতে বানানোর চেষ্টা করতেন মাটির প্রতিমা। স্কুল যাওয়া আসার পথে পুকুরের মধ্যে যদি দেখতে পেতেন ভাসান। তারপর প্রতিমার খড়ের তৈরি কাঠামোগুলিকে বাড়ি নিয়ে এসে তার উপর কাদার প্রলেপ লাগিয়ে ঠাকুর তৈরির চেষ্টা করত ছেলেটা। ভালবাসার টানে শেখা কাজটাই হয়ে গেল আজ ওনার জীবন জীবিকা।স্কুলে পড়ার সঙ্গে-সঙ্গে একটু একটু করে কাজ শেখার জেদ দেখে ইশ্বর রাধাকৃষ্ণ সামন্ত নিজ হাতে প্রশিক্ষণ দেন নূর মহম্মদকে। হাতের জাদুতে ফুটিয়ে তুলতে লাগলেন বিভিন্ন দেব দেবীর মূর্তি। চারদিকে নাম ছড়িয়ে পড়ল নূর মহম্মদের।

Latest