পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুরে এবার দুর্গোৎসবের আগেই মহালয়ার দিন ছড়িয়ে পড়ল এক অন্য রকম আনন্দের আলো। সমাজের প্রতি দায়িত্ব বোধ আর ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করল ওয়াইল্ড অ্যান্ড আদার্স লাইভস ফাউন্ডেশন। শুধু প্রাণী ও পরিবেশ রক্ষার ক্ষেত্রেই নয়, মানবিকতার স্পর্শ ছড়িয়ে দিতেও যে তারা সমান ভাবে অঙ্গীকারবদ্ধ—তা আরও একবার প্রমাণিত হলো এই মহতী উদ্যোগে।

দুর্গা পূজা মানেই বাঙালির প্রাণের উৎসব। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে বহু মানুষ এই আনন্দ থেকে বঞ্চিত থাকেন। তাঁদের মুখে হাসি ফোটাতেই ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। কারও চোখে আনন্দের অশ্রু, কারও মুখে তৃপ্তির হাসি—এই আয়োজন যেন ভরিয়ে দিল চারপাশকে এক অনাবিল আনন্দে।ফাউন্ডেশনের সদস্যরা জানালেন, তাঁদের লক্ষ্য শুধুই আড়ম্বরপূর্ণ উৎসব নয়, বরং সমাজের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে আনন্দ ভাগ করে নেওয়া।

পরিবেশ, প্রাণী এবং মানুষের কল্যাণকে একই সূত্রে বেঁধে এগিয়ে চলাই তাঁদের অঙ্গীকার। আইনজীবী অজিত সামন্ত এই উদ্যোগ একটাই বার্তা দিল—দুর্গোৎসবের আসল তাৎপর্য কেবল সাজসজ্জা বা আড়ম্বর নয়, বরং হৃদয় থেকে হৃদয়ে ছড়িয়ে দেওয়া সহমর্মিতা, ভালোবাসা আর মিলনেই লুকিয়ে আছে প্রকৃত উৎসবের রূপ। তাই এই দিন পূজোর নতুন উপহার তুলে দিল ১০০ মায়েদের হাতে। উপস্থিত ছিলেন দেব কুমার দাস,অভিজিৎ সামন্ত, সুমন মণ্ডল ,ঊমা সামান্য, সহ সংগঠনের সকল সদস্যবৃন্দরা।