Skip to content

ভোট কেন্দ্রে ভোট দিতে সমস্যা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের গৌরা রথতলা এলাকার ভূঁইয়্যা ও শাসমল পাড়ার। নির্বাচক তালিকায় ২৮০ নম্বর অংশ থেকে ২৬৪ নম্বর অংশের ভোটার হওয়ার আবেদন জানিয়ে ইতিমধ্যে ২০২২ সালের পঞ্চায়েত ভোটের সময় ইলেকশন কমিশনের তৎকালিন রিটার্নিং অফিসার তথা বিডিওকে লিখিত আবেদন জমা দিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দু'নম্বর ব্লকের দাসপুর ২৩০ নম্বর বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত দাসপুর গৌরা রথতলা বুথের ভূঁইয়া ও শাসমল পাড়ার প্রায় ১৫-২০ টি পরিবার। গ্রাম থেকে পায়ে হেঁটে অনেকটা দূর যেতে হয় ভোট কেন্দ্রে ভোট দিতে,সমস্যায় পড়তে হয় মহিলা থেকে বয়স্কদের কে।ভোট কেন্দ্র স্থানান্তর করে গ্রামে করার দাবিতে ভোট বয়কটের ডাক দাসপুরে।গ্রামের শেষ প্রান্তে বসবাস,তাই পৌঁছায়নি উন্নয়ন। ভোটকেন্দ্র এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে বসবাস। এই দাবী নিয়ে দাসপুরে গ্রামের সম্মুখেই দেওয়া হল ভোট বয়কটের পোস্টার।
এলাকাবাসীর অভিযোগ,২০২২ সালে এই দাবি নিয়ে নির্বাচন কমিশনে আবেদন জানানো হলেও মেলেনি সাড়া। এ বিষয়ে দাসপুর ২ ব্লকের বিডিও প্রবীর কুমার শিট ক্যামেরার সামনে এবিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। প্রশাসন এবিষয়ে মুখ না খুললেও,এলাকাবাসীর আরও দাবি,শুধু ভোট কেন্দ্রই নই,ভোট দিতে যাওয়ার জন্য রাস্তা উপযোগী নই,মহিলা থেকে বয়স্কদের কে ভোট কেন্দ্রে বয়ে নিয়ে যাওয়া ভোগান্তির। দূরে ভোট কেন্দ্র হওয়ায় বাড়ির মহিলারা ভোট দিতে যেতে রাজি হয় না। তাই ভোট কেন্দ্র স্থানান্তরের দাবি আগের পঞ্চায়েত ভোটে জানানো হলেও এখনও অবধি কোনো সুরাহা হয়নি।এই প্রখর রোদে এবারের লোকসভা ভোটে দূরে ভোট কেন্দ্রে ভোট দেওয়া থেকে বিরত থাকতেই এই ভোট বয়কটের পোস্টার বলে দাবি এলাকাবাসীর।এখন দেখার বিষয় এলাকাবাসীর দাবি ও ভোট বয়কটের পোস্টার নিয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয়।

Latest