নিজস্ব সংবাদদাতা : মিথ্যা কেসে ফাঁসিয়ে তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। গ্রামে অত্যাচার চালাচ্ছে। সঙ্গে আবার দিঘায় এক পর্যটকের গণধর্ষণের অভিযোগ। সব মিলিয়ে রাজ্য সরকার, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পথে নামলেন বিরোধী দলনেতা। ভূপতিনগরে বিক্ষোভ দেখাল বিজেপি, দিঘায় হল প্রতিবাদ মিছিল। নেতৃত্বে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে যান শুভেন্দু। তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।বিষয়টি প্রকাশ্যে আসতে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ, সারা রাজ্যের মানুষের কাছেই দিঘা অন্যতম পর্যটন কেন্দ্র। অনেকেই সপ্তাহান্তে দিঘা বেড়াতে যান। ঘটনার জেরে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও তদন্তে নেমে ঘটনার পরই পুলিশ দু’জনকে গ্রেফতারও করে।ধর্ষণের ওই ঘটনার প্রতিবাদে এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এদিন ওল্ড দিঘার সৈকতাবাস মোড় থেকে নিউ দিঘা পর্যন্ত ব়্যালি করে বিজেপি। শুভেন্দুর অভিযোগ, “পুলিশ আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ। তাই এই ঘটনা।”