পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : দীর্ঘ তিন বছর পর মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সমাবর্তন অনুষ্ঠান। মঙ্গলবার রাজ্যের রাজ্যপালের উপস্থিতিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে অনুষ্ঠিত হল ২২ তম সমাবর্তন অনুষ্ঠান। রাজ্যপাল ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী, রেজিষ্টার জয়ন্ত কিশোর নন্দী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন ও অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা। ২০১৯ সালের পর অতিমারী পর্ব পেরিয়ে, মঙ্গলবার ৭ই নভেম্বর ২০২৩ এ আবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হল সমাবর্তন উৎসব। এইদিন মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২২ তম সমবর্তন এর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই দিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে ৩ জনকে বিশিষ্ট গবেষকের সাম্মানিক ডক্টর অফ লিটারেচর প্রদান করা হয়। তাদের মধ্যে মেদিনীপুরের ভূমিপুত্র দুজন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের তরফে পি এইচ ডি বা শংসাপত্র তুলে দেওয়া হয় প্রায় ৪২০ জনের হাতে । এম.ফিল ডিগ্রীও তুলে দেওয়া হয়।স্নাতক ও স্নাতকোত্তর বিভাগের প্রথম স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় গোল্ড মেডেল। তিন বিশিষ্ট গবেষকের নাম- পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এর বাসিন্দা তথা বিশিষ্ট বাংলাদেশের বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক ও গৌড়ীয় বৈষ্ণব ধর্ম-র স্রষ্ট, সুকুমার মাইতি।পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা তথা 'চৈতন্য জীবনী' স্রষ্ট ডাক্তার প্রণব পট্টনায়েক, এবং বাংলাদেশের বিখ্যাত লোকসংস্কৃতি গবেষক ডাঃ মাসুদ রেজা।