পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মেদিনীপুরে একগুচ্ছ ইস্যুতে শাসকদলকে কটাক্ষ করলেন তিনি। ডিবিসি নিয়ে মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী। বন্যা নিয়ন্ত্রণের জন্য কিছুই করেননি মুখ্যমন্ত্রী। ওয়াটার ম্যানেজমেন্ট বলে কিছু নেই পশ্চিমবঙ্গে। এখানকার লক্ষ লক্ষ লোক ডিভিসির সাথে থেকে চাকরি করে খাচ্ছে। জল ছাড়া নিয়ে মমতা ব্যানার্জি জেলাগুলিকে নির্দেশ দিয়েছিলেন। এক্সপার্টরা যে সাজেশন দেন তা উনি কি আদৌ বাস্তবায়িত করেন? বন্যা হলেই জলে দাঁড়িয়ে উনি ছবি তোলেন আর কেন্দ্রকে আর ঝাড়খন্ডকে গালাগালি দিয়ে দায় সারেন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, পুজোর সময় কেন মানুষরা বিপদে পড়বে! প্রাণ লুট করার জন্য বন্যা কে ব্যবহার করে তৃণমূল। বন্যা শুরু হলেই কেন্দ্রের কাছে টাকা চায় টিএমসি। বার্ষিক আয়ের এটা একটা পন্থা। তাই বন্যা বন্ধ করতে চাইছে না তৃণমূল। আরজিকার কাণ্ড নিয়ে দাবি– যতক্ষণ না সুবিচার আছে দোষের শাস্তি পাচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। আন্দোলন চলুক নেতৃত্ব দিন এবং সরকারের উপর চাপ রাখুক। আন্দোলন যেন ফলপ্রসু হয়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিলীপ ঘোষের দাবি, ঘাটালের মানুষ তিনবার দেবকে জিতিয়েছেন। মানুষ কি ভুল করেছে উনাকে ভোট দিয়ে? উনি কি করছেন সেটা তো মানুষকে বলতে হবে। কেন্দ্র যে পরিমাণ অর্থ লাগবে তার সিংহভাগ দেবে বলেছে রাজ্য সরকার মানুষকে বোকা বানাচ্ছে। খুন ধর্ষণ ফ্যাশন হয়ে গেছে পশ্চিমবঙ্গে। দেব মমতা ব্যানার্জি সবাই ছবি তুলতে আসে বন্যায়। এমন রাজনীতি বন্ধ হওয়া দরকার।