পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পরিবেশের কথা মাথায় রেখেই সংস্থার সদস্যরা প্রতিবছর গাছ বিতরণ করে থাকে।মেদিনীপুর শিশু হাসপাতাল ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা যৌথ উদ্যোগে কেন্দ্রীয় বিজ্ঞান সভা ও মেদিনীপুর গ্ৰামীন পূর্ব বিজ্ঞান কেন্দ্রের ব্যাবস্থাপনায় আজ মেদিনীপুর শিশু হাসপাতালে এবং চুয়াডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ও শতাধিক চারাগাছ বিতরণ এবং রোপণ করা হলো। উপস্থিত ছিলেন শিশু হাসপাতালের ডাইরেক্টর তথা বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ বি.বি.মন্ডল , বিজ্ঞান মঞ্চের জেলা কমিটির সদস্য অভিজিৎ দাশ গোস্বামী, জেলা কাউন্সিল সদস্য তথা মেদিনীপুর গ্ৰামীন পূর্ব বিজ্ঞান কেন্দ্রের সভাপতি সুদীপ খাঁড়া সহ হাসপাতালে সকল শ্রেণীর কর্মচারী বৃন্দ।সমস্ত অনুস্ঠান টি পরিচালনা করেন অভিজিৎ দাশ গোস্বামী মহাশয়।