Skip to content

রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন ড.স্বপ্না ঘোড়াই!

নিজস্ব প্রাতিবেদন : পশ্চিম মেদিনীপুরে নারী শিক্ষা প্রসারে ভারতের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম মেদিনীপুর জেলার রাজ নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে কার্য্যভার গ্রহণ করেছেন ডঃ স্বপ্না ঘোড়াই।তাঁকে জয়েন করান কলেজের গভর্নিং বডির সভাপতি তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.আশুতোষ ঘোষ।রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের(গোপ কলেজ) প্রাক্তনী ডঃ স্বপ্না ঘোড়াই ২০১৫ সালের জুলাই মাস থেকে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর রামানন্দ কলেজে অধ্যক্ষ হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব ভার পালন করেছেন। এবার দায়িত্ব নিলেন এই কলেজের। এর আগে তিনি এই কলেজে ভূগোলের অধ্যাপিকা হিসেবে পাঠদান করেছেন। তিনি যখন বিষ্ণুপুরে জয়েন করেন তিনিই ছিলেন অবিভক্ত মেদিনীপুর জেলার প্রথম ভূমিপুত্রী যিনি প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব নেন। আর এবার যখন তিনি গোপ কলেজের দায়িত্ব নিলেন তখন তিনি হলেন যেই কলেজের ছাত্রী সেই কলেজ প্রিন্সিপাল হয়ে যোগ দেওয়া প্রথম মহিলা। স্বপ্না দেবীর জন্ম অবিভক্ত মেদিনীপুর তথা বর্তমান পূর্ব মেদিনীপুরের খঞ্চি এলাকায় চন্দনখালি গ্রামে ।চার ভাইবোনের মধ্যে স্বপ্না দেবী সবার মধ্যে বয়েসে বড়।স্বপ্না দেবী বিদ্যালয় স্তরে পড়াশোনা করেছেন খঞ্চিতে। ভূগোল অনার্স পড়েছেন গোপ কলেজে। এম এ এবং পি এইচ ডি নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় থেকে। কলেজের যোগ দিয়ে স্বপ্না দেবী জানান, নিজের কলেজে অধ্যক্ষ হিসেবে কাজে যোগ দিতে পেরে গর্বিত।তিনি কলেজের আরও ধারাবাহিক মানোন্নয়নে সচেষ্ট হবেন।

Latest