নিজস্ব সংবাদাতা: ইংরেজি ভাষা সাহিত্যের প্রবাদ প্রতিম অধ্যাপক, প্রাবন্ধিক, কবি, বিশিষ্ট শিক্ষা প্রশাসক ও শিক্ষাব্রতী ড.তপনজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় প্রয়াণ দিবসে মেদিনীপুরের বিধাননগরের ৩৬ ওয়েষ্ট এভিনিউতে অবস্থিত তাঁর বাসভবনে তাঁর পরিবারবর্গের উদ্যোগে 'তপনজ্যোতি স্মৃতি গ্রন্থাগার'-এর উদ্বোধন হলো। এই গ্রন্থাগার বইপ্রেমী ও জ্ঞানপিপাসু মানুষদের উদ্দেশ্যে অধ্যাপক বন্দ্যোপাধ্যায়ের সংগ্রহে থাকা বিপুল ও বিরল বইয়ের সম্ভারকে উন্মোচিত করলো। গ্রন্থাগারে রয়েছে ইংরেজি সাহিত্যের কালজয়ী, ধ্রুপদী কাব্য-কবিতা, নাটক, উপন্যাস, ছোটগল্পের সম্ভার, বেশ কিছু দুষ্প্রাপ্য সমালোচনামূলক বই, রয়েছে বহু দুষ্প্রাপ্য ভিনদেশি গবেষণাপত্র ও জার্নাল।

উল্লেখযোগ্যভাবে এরই সাথে রয়েছে বাংলা ভাষা সাহিত্যের বেশ কিছু আকর গ্রন্থ, গুরুত্বপূর্ণ গবেষণামূলক প্রবন্ধ সংকলন ও সংগ্রহ। অধ্যাপক বন্দ্যোপাধ্যায়ের দুই ভাষা-সাহিত্যে সমান দক্ষতার বিষয়টি তাঁর বিপুল সংগ্রহ থেকে সহজেই অনুমেয়। গ্রন্থাগার উদ্বোধনের মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর শহরের বহু বিশিষ্ট গুণী ব্যক্তিবর্গ, উপস্থিত হয়েছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. শংকর প্রসাদ সিংহ, বর্তমান বিভাগীয় প্রধান, অধ্যাপক ড. জয়জিৎ ঘোষ, অধ্যাপক দেবদাস রায়, অধ্যাপক অমলকান্তি চক্রবর্তী, বিশিষ্ট প্রশাসনিক আধিকারিক, প্রাবন্ধিক ও ঔপন্যাসিকমৃদুল শ্রীমানী, প্রাক্তন আধিকারিক রবিন ভট্টাচার্য, সমাজকর্মী তাপস সিনহা,চলচ্চিত্র আলোচক সিদ্ধার্থ সাঁতরা,উদ্যোগপতি আনন্দগোপাল মাইতি, প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া,ছড়াকার বিদ্যুৎ পাল, চিত্রশিল্পী অচিন্ত্য মারিক,সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সঙ্গীত শিল্পী মাতুয়ার মল্লিক, নাট্যকর্মী মুস্তাক আলী, চিকিৎসক ডাঃ জয়দীপ পাল, প্রাক্তন অধ্যাপক সুরেশ চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানে স্মৃতিচারণায় তপনজ্যোতি বাবুর নিরলস সাহিত্যচর্চার পাশাপাশি উঠে আসে ওঁর দক্ষ প্রশাসক হয়ে ওঠার কথা। তপনজ্যোতি বাবুর জামাতা, চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. মনোরঞ্জন গোস্বামী গ্রন্থাগার পরিচালনার রূপরেখা নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেন।

পরিবারের তরফে অধ্যাপক বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্যা কন্যা তথা বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় বলেন তিনি আশা রাখেন এই গ্রন্থাগার মেদিনীপুর ও সংলগ্ন এলাকার বইপ্রেমী মানুষের সমাদর পাবে। আপাতত সপ্তাহে দুদিন গ্রন্থাগারটি খোলা থাকবে। শনিবার বিকেল থেকে সন্ধ্যা এবং রবিবার দুপুর থেকে সন্ধ্যা। উল্লেখ্য ইংরেজি ভাষা সাহিত্যের প্রবাদ প্রতিম অধ্যাপক প্রয়াত ড. তপনজ্যোতি বন্দ্যোপাধ্যায় অধ্যাপনা করেছেন মেদিনীপুর কলেজে ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডীন, খড়্গপুর কলেজের অধ্যক্ষ, বিদ্যাসাগর ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব সামলেছেন।