Skip to content

টেকনো ইন্ডিয়া স্কুলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল মেদিনীপুরের তত্ত্বাবধানে একটি আন্তঃবিদ্যালয় অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শালবনী থানার অন্তর্গত মন্ডলকুপী হাই স্কুলে। পাশাপাশি অঞ্চল থেকে বহু ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং 'বসন্ত' বিষয়ের প্রেক্ষাপটে নানা ছবি এঁকে তাদের সৃজনশীল প্রতিভার প্রকাশ করে রঙ তুলির সাহায্যে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা ড. মৌপিয়া. জি. উইলিয়াম, সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং মন্ডলকুপী হাইস্কুলের শিক্ষকবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় সাফল্যমন্ডিত হয়ে ওঠে প্রতিযোগিতাটি। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

Latest