নিজস্ব সংবাদাতা: একটি নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতে বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে পরবর্তী নিম্নচাপ অঞ্চল! বৃষ্টি যেন আর থামতে চাইছে না। জেলায় জেলায় ভারী বৃষ্টিতে আবারও বন্যার জল স্কুলে প্রবেশ করেছে ঘাটালে, প্রধান শিক্ষক তড়িঘড়ি স্কুলে হাজির। বন্যা বিদ্ধস্ত ঘাটালে স্কুলে আসতে নৌকার সাহায্য নিচ্ছে পড়ুয়ারা। বাড়ি থেকে নৌকা নিয়ে শুরু হচ্ছে যাত্রা। শেষ হচ্ছে স্কুলে এসে। জীবনের ঝুঁকি নিয়ে এইভাবেই তারা স্কুলে যাতায়াত করছে। যা দেখে মুখে কিছু না বললেও মনে মনে যথেষ্টই শঙ্কিত শিক্ষক ও অভিভাবকরা। তাঁদের প্রার্থনা, পথে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে স্থানীয় প্রশাসনের তরফে তৈরি করতে হয় অস্থায়ী ত্রাণ শিবির। যেখানে নিয়ে যাওয়া হয় বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের। বলতে গেলে ঘাটালের এলাকার গোটা জনজীবন এক বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ে। যার খেসারত দিতে হয় ছাত্র-ছাত্রীদেরও। ধাক্কা খায় তাদের লেখাপড়া। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।