পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : বিজয়া দশমী হয়ে গেলেও উৎসবের রেশ এখনও কাটেনি। বৃহস্পতিবার জেলায় জেলায় পুজোর কার্নিভাল হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা সদরের সঙ্গে মেদিনীপুর শহরেও বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ অনুষ্ঠিত হয় ‘পুজোর কার্নিভাল’। এই কার্নিভালে শেষ পর্যন্ত অংশ নেয় মেদিনীপুর পৌরসভার অধীন মাত্র ১৮টি পুজো কমিটি। উদ্বোধন করেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধায়িকা জুন মালিয়া, জেলা শাসক খুরশিদ আলী কাদরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার, মন্ত্রী শ্রীকান্ত মাহাত, শিউলি সাহা,মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিক ও প্রমুখরা। এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো কার্নিভাল।নানান রং দিয়ে অভিনব নকশা ও আল্পনায় সুসজ্জিত করে তুলেছে মেদিনীপুর আর্ট অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরা।বদলাচ্ছে রুচি, বদলাচ্ছে মানসিকতা। বাংলা ও বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোকে হেরিটেজ সংস্কৃতি হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।