Skip to content

দুয়ারে সরকার নিয়ে জেলাশাসকের সাংবাদিক বৈঠক!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ : পশ্চিম মেদিনীপুর আগামী ১৫ ই ডিসেম্বর ২০২৩ থেকে শুরু হচ্ছে অষ্টম তম দুয়ারে সরকার। অষ্টম তম দুয়ারে সরকার কাজ চলবে ১৫ ই ডিসেম্বর থেকে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত। বিভিন্ন পরিষেবার পৌঁছে দেওয়ার কাজ চলবে ২য় জানুয়ারি ২০২৪ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। বুধবার বিকেলে পাঁচটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানান পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশেদ আলী কাদরী। তিনি জানান এখনো পর্যন্ত যারা সরকারি সুযোগ-সুবিধায় অন্তর্ভুক্ত হননি তাদেরকে খুব শীঘ্রই দুয়ারে সরকারের ক্যাম্পের মধ্য দিয়ে অন্তর্ভুক্ত করা হবে। বিশেষ করে দাঁতন মোহনপুর এর বেশ কিছু এলাকা এখনো সাধারণ মানুষ এইসব সুযোগ-সুবিধা ব্যতীত রয়েছে। সপ্তম তম পর্যাযের দুয়ারে সরকারে 8 লক্ষ ২৬ হাজার ১৮৭ আবেদন পড়েছিল। জেলাশাসক খুরশেদ আলী কাদেরী বলেন অষ্টম পর্যায়ের জোয়ারে সরকার শিবের থাকবে ৫,৭০০ ক্যাম্প, ১,৬২৬ টি মোবাইল ক্যাম্প থাকবে। এবারের দুয়ারে সরকার মোট ৩৬ টি প্রকল্প সুযোগ সুবিধা পরিষেবা পাবেন সাধারণ মানুষ। আশা করছি এবার ও অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্পে আমরা ভালোভাবে কাজ করতে পারবো।

Latest