পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সারা দেশের সঙ্গে পালিত হচ্ছে মেদিনীপুর শহরে খুশির ঈদ ।টানা একমাসের রোজা রাখার পর আজ বৃহস্পতিবার উৎসবে গোটা বিশ্বের মুসলিম সমাজ মেতে উঠেছে। 'ইদ' শব্দের সামাজিক অর্থ উৎসব আর আভিধানিক অর্থ পুনরাগমন বা বারবার ফিরে আসা। তাই প্রতি বছরই মুসলমানদের জীবনের ফিরে আসে এই সব থেকে বড় উৎসব ঈদ। যাকে উর্দু ভাষায় বলা হয় ঈদুল-ফিতর , মুসলিম ধর্মাবলম্বীরা এই দিনটি খুবই আনন্দের সঙ্গে পালন করেন। সবাই এ দিন সাধ্যামতো ভালো পোশাক পরেন। ঘরে ঘরে উৎসবের আয়োজন হয়। আত্মীয়স্বজন,পাড়া-প্রতিবেশীরাও এই আনন্দের অংশীদার হয়। দরিদ্ররাও এ দিনটিকে যথাযোগ্য মর্যাদা আনন্দের মধ্যে দিয়ে সাধ্যমত পালন করেন। আর সেটাই এই দিনটির বিশেষত্ব। মুসলমানেরা এ দিন ঈদগায় ঈদের দুই রাকাত নামাজ আদায় করেন। সকালে কেরানিিতলা জজকোর্ট রোডের ঈদগায় সকালে নামাজ পাঠ হয়। নামাজের পর একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে।ও আত্মীয়-স্বজনের সঙ্গে কুশল বিনিময় করেন। বাড়ির ছোটদের দেন ইদির উপহার। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই কোলাকুলি-সহ সালাম ও শুভেচ্ছার হাত বাড়িয়ে দেয়।এক শিশু কন্যা নাহিদা খাতুন বিগ নিউজ এর কাছে জানান সে বড়দের সঙ্গে নামাজ পাঠ করে এবং সবাইকে সালাম জানায় সারাদিন খুশিতে মেতে উঠবে এমনি জানায় সংবাদ মাধ্যমের কাছে।