Skip to content

অবিভক্ত মেদিনীপুর জেলায় আফেরিন জাবি ইংলিশ চ্যানেল পার হওয়ার লক্ষ্যে!

নিজস্ব সংবাদদাতা : অবিভক্ত মেদিনীপুর জেলা তো বটেই, বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার এবং মেদিনীপুর শহরের একমাত্র প্রাচীনতম মেদিনীপুর সুইমিং ক্লাবের সাঁতারু আফরিন জাবি ইংলিশ চ্যানেল পার হওয়ার লক্ষ্যের জন্য ইউরোপের উদ্দেশ্যে রওয়ানা দিলেন বুধবার সন্ধ্যায়।আগষ্টের প্রথম সপ্তাহে আফরিনের চ্যানেল অতিক্রম করার কথা।এই প্রথম মেদিনীপুর সুইমিং ক্লাব তথা অবিভক্ত মেদিনীপুরের কোনো সাঁতারু এই দূর্গম জলপথ অতিক্রম করার সিদ্ধান্ত গ্ৰহণ করেছেন। তার এই সাহসিকতাকে কূর্ণিশ জানাতে সম্প্রতি মেদিনীপুর সুইমিং ক্লাব কর্তৃপক্ষ ক্লাব প্রাঙ্গণে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। এছাড়াও সংবর্ধনা জানানো হয়েছে জেলা সুইমিং এসোসিয়েশন,জেলা স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমী, মেদিনীপুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। বুধবার সন্ধ্যায় দিল্লিগামী ট্রেন থেকে আফেরিন জানান তাঁর সাথে তাঁর মা ও দাদা বৌদি যাচ্ছেন। দিল্লি থেকে তাঁরা ফ্লাইটে লন্ডন যাবেন। তিনি ইংলিশ চ্যানেল জয়ের বিষয়ে আশাবাদী। তবে মানসিকভাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করার জন্য প্রস্তুত তিনি।

Latest