নিজস্ব সংবাদদাতা : অবিভক্ত মেদিনীপুর জেলা তো বটেই, বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার এবং মেদিনীপুর শহরের একমাত্র প্রাচীনতম মেদিনীপুর সুইমিং ক্লাবের সাঁতারু আফরিন জাবি ইংলিশ চ্যানেল পার হওয়ার লক্ষ্যের জন্য ইউরোপের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন বুধবার 9ই জুলাই সন্ধ্যায়। আজ,২৯ জুলাই মঙ্গলবার, ইংল্যান্ডের স্থানীয় সময় রাত্রি তিনটে পঁয়তাল্লিশ নাগাদ, তিনি ইংলিশ চ্যানেল অতিক্রমের লক্ষ্যে ডোভার (ইংল্যান্ড) থেকে যাত্রা শুরু করেছেন নর্দান ফ্রান্স-এর উদ্দেশ্যে।

ইংলিশ চ্যানেল (যার দীর্ঘ ৫৬২কিমি),যা ফ্রান্স ও ইংল্যান্ডকে পৃথক করে।আর কিছুক্ষণের মধ্যেই সফলভাবে পার করবেন বিশ্ববিখ্যাত এই চ্যানেল, যা যে কোনো সাঁতারুর কাছে এক স্বপ্নের সাফল্য।এটা শুধু একজন ব্যক্তির সাফল্য নয়, এটা মেদিনীপুর শহরের এক ঐতিহাসিক গৌরবময় মুহূর্ত।তিনি ইংলিশ চ্যানেল জয়ের বিষয়ে আশাবাদী।