পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরের মেয়ে আফরিন জাবি সাঁতরে পার হলেন ইংলিশ চ্যানেল। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ ইংলিশ চ্যানেল জয় করেন আফরিন। এই খবর মিলতেই উচ্ছ্বসিত মেদিনীপুর শহর মঙ্গলবার রাত ৯টা ৩১ মিনিটে (ভারতীয় সময়) ইতিহাস তৈরি করলেন মেদিনীপুরের কন্যা আফরিন জাবি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেন,অত্যন্ত গর্বের মুহূর্ত ইংলিশ চ্যানেল পার করতে সময় লেগেছে ১৩ ঘণ্টা ৪৫ মিনিট।২১বছরের আফরিন মেদিনীপুর শহরের বাসিন্দা।

বর্তমানে মেদিনীপুর কলেজের সমাজ বিজ্ঞানের ছাত্রী। ছোটবেলা থেকেই তিনি মেদিনীপুর সুইমিং ক্লাবে সাঁতারের প্রশিক্ষণ নেন। সাঁতারু হিসেবে তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য। ‘ইংলিশ চ্যানেল’-কে দীর্ঘদিন ধরেই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই আফরিন। অবশেষে তিনি পেলেন সাফল্য। মেদিনীপুরের বুকে এক নতুন ইতিহাস সৃষ্টি হল।পরিবার সূত্রে জানা যায় জানান, মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে আফরিন ইংল্যান্ডের ডোভার থেকে সাঁতার কাটা শুরু করেন। ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ-গ্রিস-নেজ পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তাঁর সময় লেগেছে প্রায় ১৩ ঘন্টা ৪৫ মিনিট। যা আফরিনের ক্ষেত্রে এই সাফল্য।

আফরিনের বাবা শেখ পিয়ার আলী বলেন মেয়ের জন্য উচ্ছ্বসিত, একটু অসুস্থ হয়ে পড়েছিল, তার চিকিৎসা চলছে তবে মেয়ের সঙ্গে অনলাইনে কথা হয়েছে বলে জানিয়েছেন।

আফরিনকে শুভেচ্ছা জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া,বিধায়ক সুজয় হাজরা, পৌরপ্রধান সৌমেন খান সহ আরও অনেকে।এটা মেদিনীপুর শহরের এক ঐতিহাসিক গৌরবময় মুহূর্ত। ১৯১১ সালের ২৯ শে জুলাই আজকের দিনে মোহনবাগান ক্লাব খালি পায়ে ব্রিটিশদের হারিয়ে ফুটবলের ইতিহাসে নাম লিখিয়েছিল।আজ,ঠিক সেই দিনে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করল সাহসী সাঁতারু আফরিন জাবি। সে প্রমাণ করলো - মানুষ চাইলে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে।