Skip to content

সুস্থতার পথে কিংবদন্তি ধর্মেন্দ্র কেওয়াল কৃষণ দেওল!

নিজস্ব সংবাদদাতা : পুরো নাম ধর্মেন্দ্র কেওয়াল কৃষণ দেওল। ১৯৩৫ সালে ব্রিটিশ ইন্ডিয়ার লুধিয়ানাতে (পাঞ্জাব) এক জাঠ পরিবারে জন্ম ধর্মেন্দ্রর। বাবা ছিলেন স্কুলের হেডমাস্টার। পড়াশোনার প্রতি তেমন ঝোঁক ছিল না হেডমাস্টারের ছেলের। দিলীপ কুমার ও মতিলালের অভিনয় দেখে স্বপ্ন দেখতেন রূপোলি পর্দার নায়ক হওয়ার। বেশকিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন তিনি। সোমবার জানা যায়, শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। পরিস্থিতি বিগড়ে যাওয়ায় ভেন্টিলেটর সাপোর্টে ধর্মেন্দ্র।মঙ্গলবার সকাল থেকেই সোশাল মিডিয়া ভরে গিয়েছিল ধর্মেন্দ্রর প্রয়াণের খবরে। তবে পরিবার সূত্রে এখনও তাঁর মৃত্যুর খবরে কোনও সিলমোহর পড়েনি।

উল্টে ধর্মেন্দ্র কন্যা এষা দেওল ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।গতকাল রাতেই সোশাল মিডিয়ায় ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার কথা জানিয়ে হেমা মালিনী লিখেছিলেন, ” ধর্মেন্দ্র জির স্বাস্থ্য নিয়ে সবাই দুশ্চিন্তায়। তাই সবাইকে জানাতে চাই। চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।” এমনকী, সানি দেওলের টিমের তরফ থেকেও জানানো হয়েছে, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। অভিনেত্রী আরও বলেন, এমন ভিত্তিহীন খবর শুধু পরিবারের সদস্যদেরই নয়, অসংখ্য অনুরাগীদের মনেও ভয় ও বিভ্রান্তি তৈরি করছে। তিনি সকলকে অনুরোধ করেছেন, যাচাই না করে কোনও খবর যেন কেউ শেয়ার না করেন।

Latest