Skip to content

মঙ্গলবার ইউরো ২০২৪-এর জন্য পর্তুগাল দল ঘোষণা!

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার ইউরো ২০২৪-এর জন্য পর্তুগাল দল ঘোষণা করেন রবার্তো মার্টিনেজ। ষষ্ঠবার ইউরো খেলতে যাচ্ছেন সিআর সেভেন। এটাও রেকর্ড। তিনিই দলকে নেতৃত্ব দেবেন।রোনাল্ডো মানেই রেকর্ড। তিনি মাঠে নামা মানেই একের পর এক রেকর্ড। ইউরোতে পর্তুগিজ মহাতারকার গোলসংখ্যা ১৪। খেলেছেন সর্বোচ্চ ২৫টি ম্যাচ। ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে ইউরো। ২৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপ এফ-এ পর্তুগালের সঙ্গে রয়েছে তুরস্ক, চেক প্রজাতন্ত্র এবং জর্জিয়া।
টুর্নামেন্ট শুরুর আগে মার্টিনেজের দল ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া এবং আয়ারল্যান্ডের সঙ্গে একই গ্রুপে।ঘোষিত পর্তুগাল স্কোয়াড- গোলকিপার: দিয়োগ কোস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও। ডিফেন্ডার: আন্তোনিও সিলভা, দানিলো পেরেরা, দিয়েগো দালোত, গনকালো ইনাসিও, জোয়াও কানসেলো, নেলসন সেমেদো, নুনো মেন্ডেজ, পেপে, রুবেন ডায়াস।
মাঝমাঠ: ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও নেভেস, জোয়াও পালহিনহা, ওতাভিও মনটেইরো, রুবেন নেভেস, ভিটিনহা।ফরোয়ার্ড: বার্নার্ডো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়েগো জোটা, ফ্রান্সিসকো কনসেইসাও, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, পেড্রো নেতো, রাফায়েল লিয়াও।

Latest