Skip to content

ইউরো কাপের সেমিফাইনালে মাঠে নামছে স্পেন ও ফ্রান্স!

নিজস্ব সংবাদদাতা : ইউরো কাপের সেমিফাইনাল খেলতে নামছে স্পেন ও ফ্রান্স। সেমিফাইনালে দুই শক্তিশালী দেশ খেলবে একে অপরের বিরুদ্ধে। সেই ম্যাচ জিততে হলে ফ্রান্সের প্রয়োজন এমবাপেকে। অন্যদিকে স্পেন তারা এবার প্রথম সারির তিনজন প্লেয়ারকে ছাড়া খেলতে নামবে। এই তিনজনের অভাব মেটানোটাই এখন চ্যালেঞ্জ লুইস ডে লা ফুয়েন্তের কাছে। স্পেন একমাত্র দল যারা পাঁচটা ম্যাচ জিতেছে। প্রথম দল হিসেবে তারা সেমিফাইনালে জিততে পারলে পরপর ছয়টা ম্যাচ জেতার রেকর্ড তৈরি করবে ইউরোতে।এখনও পর্যন্ত ফ্রান্সের কোনও ফুটবলার খেলার মাঝে গোল করতে পারেননি। জিতেছেন বিপক্ষের করা আত্মঘাতী গোলে, নয়তো পেনাল্টি থেকে করা গোলে। যা নিয়ে চিন্তায় থাকতেই পারে ফ্রান্স শিবির। সেটার সঙ্গেই যুক্ত হয়েছে এমবাপের ফেস গার্ড। ইউরো কাপে খেলতে নেমে প্রথম ম্যাচেই চোট পেয়ে নাক ভেঙে ছিলেন কিলিয়ান এমবাপে। সেই কারণে ফেস গার্ড পরে খেলতে হচ্ছে এমবাপেকে। ফ্রান্সের কোলোমুয়ানি অনুশীলনে এমবাপের গার্ডটা পরে বলেছেন, “ওই ফেস গার্ডটা পরেছিলাম। ওটা পরে কিছু দেখা যাচ্ছে না। কিচ্ছু না।” সেটার প্রভাব এমবাপের খেলার উপর পড়ছে বলে মনে করছেন অনেকে। কোলোমুয়ানি বলেন, “এমবাপে গোটা দলকে টানতে পারে। সেই ক্ষমতা ওর রয়েছে। ও বিভিন্ন ধরনের পরিকল্পনা করে, উপদেশ দেয়। এটা ওর জন্মগত।”

Latest