Skip to content

বন্যা কবলিত ঘাটালে প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর মৃতদেহ,কলার ভেলায় করে শ্মশানে নিয়ে গেল পরিবার!

নিজস্ব সংবাদদাতা : ঘাটালে ভেলায় চাপিয়ে শ্মশানে গেল প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর দেহ,কলার ভেলায় করে শ্মশানে নিয়ে গেল পরিবার।জানা গিয়েছে, ঘাটাল পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কানাইলাল চৌধুরীর স্ত্রী রবিবার সকালে প্রয়াত হন। কিন্তু চারদিক জলাবদ্ধ থাকায় কোনও গাড়ি বা অম্বুলেন্স আসতে না পারায়, মৃতদেহটি কলার ভেলায় বেঁধে ডিঙির সাহায্যে বহন করে নিয়ে যেতে বাধ্য হন পরিবার। এমন হৃদয়বিদারক পরিস্থিতি স্থানীয় মানুষদের মন ছুঁয়ে গেছে।

এক মাসেরও বেশি সময় ধরে টানা বৃষ্টির জেরে জলমগ্ন ঘাটাল শহরের করুণ অবস্থা সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, কলার ভেলায় করে শ্মশানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ, পাশে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।এদিকে ঘাটালের মানুষ আবারও বিক্ষুব্ধ। বছর বছর বর্ষায় শহর ডুবে যায়, মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ভেঙে পড়ে। বাজার থেকে হাসপাতাল, স্কুল থেকে শ্মশান—সবই জলের তলায়। অথচ যাঁরা প্রতিশ্রুতি দেন, তাঁরা ভোটের সময় ছাড়া আর একবার ফিরে তাকান না। ঘাটালে ভেলায় চাপিয়ে শ্মশানে গেল প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর দেহ—এই একটি ছবি যেন গোটা সমস্যাটির প্রতিচ্ছবি।

Latest