Skip to content

ইস্টবেঙ্গলের দেওয়া পাঁচ লক্ষ টাকা ফিরিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়!

 নিজস্ব সংবাদদাতা : পয়লা অগস্ট পালিত হল ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস। এই অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে ‘ভারত গৌরব’ সম্মান তুলে দেওয়া হয়। এর ঠিক তিনদিন আগে মোহনবাগান রত্ন পেয়েছিলেন সৌরভ। চলতি বছর ক্লাবের ১০৫তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন সকালে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেশ বসু, নশা সেনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় ও প্রদীপ জ্বালানো হয়। এরপরে ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্রীড়া জগতের গুণীজনদের সম্মান জানানো হয়।

এদিন ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ভারত গৌরব সম্মান দেওয়া হয়। এই সময়ে ক্লাবের তরফ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে ৫ লক্ষ টাকা তুলে দেওয়া হয়। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় সেই অর্থ লাল-হলুদ ক্লাবকেই ফিরিয়ে দেন। এই টাকা ফিরিয়ে সৌরভ ক্লাবের উঠতি খেলোয়াড়দের জন্য খরচ করতে বলেন। ক্লাবকে ৫ লক্ষ টাকা ফিরিয়ে দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘লাল-হলুদ রং আমার ভীষণ প্রিয়। ইস্টবেঙ্গল খুব প্রিয় ক্লাব। ময়দানর প্রাণ ধরা আছে এই ক্লাবগুলিতে। এই অর্থ ছোটদের জন্য খরচ করলে খুশি হব।

Latest