নিজস্ব সংবাদদাতা : টানা ১৫ দিন জেরার পর সোমবার তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। আজ সকাল থেকেই টানা জিজ্ঞাসাবাদ করা হয় আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে। তাতে একাধিক অসংগতি মেলে বলে খবর। এর পরই আচমকা সন্দীপকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কর্তারা। জল্পনা শেষে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই গ্রেপ্তার করা হয় সন্দীপকে। এদিকে, সন্দীপ গ্রেপ্তার হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের কথায়, সন্দীপের গ্রেপ্তারি নৈতিক জয়।সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ যেমন উঠেছিল, তেমনই এই ঘটনার পর আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়ে যায় ৷ সেই মামলার তদন্তও করছে সিবিআই ৷ ইতিমধ্যে সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযানও চালিয়েছিল তারা ৷