Skip to content

বাবার শেষকৃত্যের আয়োজন নিয়ে বিবাদ,মৃতদেহ ২ টুকরো করতে চাইল পুত্ররা!

1 min read

মধ্যপ্রদেশ, নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের টিকমগড়ের তাল লিধোরা গ্রামে রবিবার মৃত্যু হয় এক বৃদ্ধের। নাম ধানী সিং। বয়স আনুমানিক ৮৫ বছর। এইবার মৃত্যুর পর বৃদ্ধের মৃতদেহ পাশে রেখেই তাঁর দুই পুত্র দামোদর সিং ও কিসান সিংয়ের মধ্যে বিবাদ শুরু হয়। কারণ টি হল বাবার মৃত্যুর পর শেষকৃত্যের আয়োজন কে করবে? প্রতিবেশীদের থেকে জানা যায়, বৃদ্ধ বাবার দেখাশোনা করতেই দামোদর সিং। তাই বাবার মৃত্যুর পর শেষকৃত্যের আয়োজন করছিলেন দামোদরই। তখনই আবার বাবার শেষকৃত্য করবেন বলে নিজের পরিবার নিয়ে সেখানে হাজির হন কিসান সিং। চলে দুই ভাইয়ের তুমুল ঝগড়া। প্রতিবেশীরা অনেক বোঝানোর চেষ্টা করলেন। তাতেও ঝগড়া থামল না। দুই পুত্রই চান মৃতদেহ দাহ করতে। আর তখনই কথা উঠলো সবাইকে চমকে দেওয়ার মতো ছেলে কিসান থেকে দাবি উঠলো মৃত বাবার দেহ ২ ভাগ করে সমান সমান করে ছেলেদের দিতে হবে। বলেন, মৃতদেহ দুই টুকরো করা হোক। তাহলে তাঁরা আলাদা করে দাহ করতে পারবেন। পরিস্থিতি সামলাতে না পেরে প্রতিবেশীরা খবর দেন পুলিশে। পুলিশ এসে দুই ভাইয়ের সঙ্গে আলোচনা করে। পরিবারের সকল সদস্য ও প্রতিবেশীদের সাথে কথা বলে সিদ্ধান্ত হয় শেষকৃত্য করবেন দামোদর সিংই। সকলে তাঁকেই সমর্থন জানান। শেষে পুলিশি হস্তক্ষেপে বৃদ্ধের শেষকৃত্যের কাজ সম্পন্ন হয়। অপরদিকে শেষকৃত্যে পরিবার নিয়েই উপস্থিত ছিলেন কিসান সিংও ।

Latest