Skip to content

গভীর রাতে মেদিনীপুর গড়বেতার আমলাগোড়ার জঙ্গলে আগুন!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত বারোটা নাগাদ অর্থাৎ বুধবার গড়বেতার আমলাগোড়ার জঙ্গলে। খবর পেয়ে দমকল এবং বন দপ্তরের কর্মীরা প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। শুধু আমলাগোড়াতেই নয়, গোয়ালতোড়েরও এক জঙ্গলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গরম পড়ার সঙ্গে সঙ্গেই একাধিক জঙ্গলে ঝরা পাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কখনও অনিচ্ছাকৃত আবার কখনও ইচ্ছাকৃতভাবে কেউ কোনও অসৎ উদ্দেশ্য নিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। ইতিমধ্যে সারা পশ্চিম মেদিনীপুর জেলায় দশটিরও বেশি এধরনের ঘটনা ঘটে গিয়েছে। বন দপ্তর থেকে মাইকিং ও লিফলেট বিলি করে প্রচার করা হলেও তা এক শ্রেণির মানুষ মানছেন না। গভীর ওই রাতেই তাঁরা এলাকাবাসীর কাছে ফোন নম্বর যোগাড় করে দমকল, পুলিশ ও বন দপ্তরের আধিকারিকদের ফোন করেন। কিছুক্ষণের মধ্যেই চলে আসে দমকল। একটু পরেই বন দপ্তরের কর্মীরাও ব্লোয়ার মেশিন নিয়ে হাজির হন।

Latest