Skip to content

জেলাজুড়ে বন্যা, ক্ষোভে ফেটে পড়ল তৃণমূল! DVC ও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগল রাজ্যের শাসক দল....

সেখ ওয়ারেশ আলী : রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জন্য DVC কে দায়ী করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের এ রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে আবারও প্রতিবাদে সোচ্চার হলো তৃণমূল। সোমবার রাজ্য নেতৃত্বের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন বিকেলে পশ্চিম মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা ও অজিত মাইতি জানান, চলতি বছরে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারন এক দিকে যেমন অতিবৃষ্টি, ঠিক তেমনই দায়ী DVC, পাঞ্চেত, মায়থন সহ বিভিন্ন জলাধার থেকে অতিরিক্ত পরিমাণে জল ছাড়া। শুধু তাই নয় বন্যা পরিস্থিতির পর যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে কোনো রকম অর্থ বরাদ্দ করা হয়নি। যেখানে প্রাকৃতিক দুর্যোগের পর যে রাজ্যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার রয়েছে, সেই সমস্ত রাজ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে। একপ্রকার এ রাজ্যকে বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ তৃণমূল নেতৃত্বের। তৃণমূল নেতৃত্ব আরও বলেন, “এই রাজ্যের মানুষও ভারতের নাগরিক, অথচ কেন্দ্রের আচরণে মনে হচ্ছে বাংলা যেন দ্বিতীয় সারির রাজ্য। শুধুমাত্র রাজনৈতিক বিদ্বেষের কারণেই বাংলাকে বঞ্চিত করা হচ্ছে।”

বন্যা পরিস্থিতি নিয়ে আগামী দিনে রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলনে নামারও ইঙ্গিত দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। জনগণের পাশে থেকে এই অন্যায়ের প্রতিবাদেই তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন সুজয় হাজরা ও অজিত মাইতি।

Latest