Skip to content

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার আয়োজিত হল ফুড ফেস্টিভ্যাল!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শান্তিনিকেতনের পরিবেশে প্রথমবার আয়োজিত হল ফুড ফেস্টিভ্যাল।ছাত্রছাত্রী, স্কলার্স থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের সমন্বয়ে মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শান্তিনিকেতনের পরিবেশে প্রথমবার আয়োজিত হল ফুড ফেস্টিভ্যাল। যেখানে স্ট্রিট ফুড ফুচকা থেকে শুরু করে বিরিয়ানি, নলেন গুড় থেকে শুরু করে বিভিন্ন ধরণের পিঠেপুলির পসরা সাজিয়ে বসেছিল ৩৭ টি স্টল। অন্যদিকে ফুড ফেস্টিভ্যাল প্রাঙ্গনেই চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে বৃহস্পতিবার এক ভিন্ন পরিবেশ দেখা গেল মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত কুমার চক্রবর্তী জানান, বিশ্ববিদ্যালয়ে এই ধরণের ফেস্টিভ্যাল এই প্রথম। ফেস্টিভ্যালকে ঘিরে এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকা সহ বিশ্ববিদ্যালয়ে আগত মানুষদের মধ্যে। ফেস্টিভ্যাল শুরু হওয়ার পর থেকেই প্রায় প্রতিটি স্টলে দেখতে পাওয়া যায় খাদ্যপ্রিয়দের ভীড়। দেদার চলে কেনাবেচা।

Latest