Skip to content

মানবসেবার ৪৫ বছর: মেদিনীপুর ভলেনটারী ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠা দিবস পালিত শ্রদ্ধা ও সম্মানে!

1 min read

নিজস্ব প্রতিবেদক: অবিভক্ত মেদিনীপুর জেলার রক্তদান আন্দোলনের অন্যতম পথিকৃৎ মেদিনীপুর ভলেনন্টারী ব্লাড ডোনার্স সোসাইটি ৪৫ তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো সংস্থার প্রাঙ্গনে। সংস্থার পতাকা উত্তোলন করে বক্তব্য রাখেন সম্পাদক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল চ্যাটার্জী, সংস্থার অতীত কাজকর্মের খতিয়ান সম্পর্কে বক্তব্য রাখেন সহ সম্পাদক শিক্ষক ও লেখক অমিত কুমার সাহু। শহীদ বেদিতে মাল্যদান করেন সমবেত সদস্যা সদস্যা ও এলাকাবাসী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের অগ্রণী কর্মী শিক্ষক সুদীপ খাঁড়া, আইনজীবী দেবাশীষ দাস, আইনজীবী দীপ্তেন্দু ঘোষ, প্রতাপচন্দ্র দে, ডাঃ বিশ্বজিৎ পড়্যl, পলাশ রঞ্জন গায়েন, সৌম্যদীপ রায়, শুভ্রদীপ রায় প্ৰমুখ। উপস্থিত সবাইকে কেক ও মিষ্টি দেওয়া হয়।

Latest