Skip to content

সাংবাদিকদের মুখোমুখি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু!

নিজস্ব সংবাদদাতা :  শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনে সাংবাদিকদের জানান, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করবে ৷ বারবার বললেন, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন। ত্য বললেন, “গতকালই মুখ্যমন্ত্রী এটা নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন। বিশদে অনেককিছু বলেছেন। আমার আর কিছু বলার পরিসর আছে বলে মনে করি না।” তিনি আর ও বলেন, “আমি আমার বিভাগীয় দায়িত্ব থেকে বলতে পারি মুখ্যমন্ত্রী যা বলেছেন যাঁরা বঞ্চিত এবং যোগ্য তাঁদের পাশে আমরা সর্বতভাবে থাকব। মানবিকভাবে থাকব, রাজনৈতিকভাবেও থাকব। ব্রাত্য বলছেন, এসএসসি তাঁদের কাছে কোনও সাহায্য চাইলে তাঁরা করতে প্রস্তুত। কিন্তু, সব সাহায্যেই করা হবে আইনি পরামর্শ নিয়ে। তিনি বলেন, “যাঁরা যোগ্য এবং বঞ্চিত তাঁদের জন্য একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বের হয় আমি সেই আবেদনও এই সূত্রে করব।

Latest