Skip to content

গান্ধী মিশন ট্রাস্ট -এর উদ্যোগে শুরু হলো যোগ ও প্রাকৃতিক চিকিৎসা ও কোর্স !

নিজস্ব প্রতিবেদন : গান্ধী মিশন ট্রাস্ট-এর উদ্যোগে গত ৩রা ডিসেম্বর থেকে ৫ই ডিসেম্বর ৩ দিনের যোগ ও প্রাকৃতিক চিকিৎসার প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শুরু হলো যোগ ও প্রাকৃতিক চিকিৎসা। রাজ্যে যোগ ও প্রাকৃতিক চিকিৎসার নিজস্ব কোর্স চালু করা হলো। যোগ ও ন্যাচারোপ্যাথি কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু হল।এই কর্মশালায় যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে কি ভাবে শারীরিক ও মানসিক, জটিল ও পুরাতন সমস্ত রকম রোগের হাত থেকে স্থায়ী রূপে আরোগ্য লাভ করা যায় তার সহজ চিকিৎসা পদ্ধতি হাতে কলমে শেখান হলো শিক্ষার্থীদের। পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলা সহ আসাম ও অন্যান্য রাজ্য থেকে প্রাকৃতিক চিকিৎসায় ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ছিলেন এই প্রশিক্ষণ শিবিরে। প্রধান অতিথি ও মুখ্য চিকিৎসা উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন দিল্লি থেকে প্রাকৃতিক চিকিৎসা বিশারদ আদিত্য ভরদ্বাজ মহাশয়, পুরুলিয়া জেলার যোগ ও প্রাকৃতিক চিকিৎসক মনবোধ মাহাত সহ অনেকেই। এই কলেজে ভর্তি হওয়া পড়ুয়াদের যোগের পাশাপাশি প্রাকৃতির উপাদান ব্যবহার করে চিকিৎসা করার শিক্ষা দেওয়া হবে। স্নাতক স্তরে পঠনপাঠন হবে। সূর্যের আলো কিংবা বাতাসের মতো প্রাকৃতিক উপাদান কীভাবে রোগ নিরাময়ের কাজে লাগতে পারে, তা শেখানো হবে পড়ুয়াদের।
শরীর ও মন— দুয়ের উপরেই যোগের প্রভাব অপরিসীম। যোগাসন মানসিক জড়তা ও অবসন্ন ভাব কাটাতে সাহায্য করে। যোগাসনের মাধ্যমে রাগ, চঞ্চলতার মতো মনের বেশ কিছু অবস্থাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
• যোগা হল এক মাত্র প্রাকৃতিক উপায় যা শারীরিক গঠন ঠিক করে এবং গোটা শরীর জুড়ে কাজ করে।

• দৈনন্দিন ভিত্তিতে যোগব্যায়াম অনুশীলন করলে অতিরিক্ত ক্যালোরি ঝরতে সাহায্য করে৷

• যোগব্যায়াম যেকোনও জায়গায় এবং যেকোনও সময় করা যাতে পারে৷ এর জন্য কোনও নিদিষ্ট জায়গা বা সরঞ্জামের প্রয়োজন হয়না।

এখন থেকে এখানেই যে কোনো রকম শারীরিক ও মানসিক, জটিল ও পুরাতন সমস্ত রোগের চিকিৎসা সম্পুর্ন বিনা ঔষধে, শুধু মাত্র যোগ ও ন্যাচারোপ্যাথী চিকিৎসার মাধ্যমে।
Visiting Time : Every Saturday 9.00.A.M - 1.00 P.M

ঠিকানা :- Gandhi Mission Trust, Dihibaliharpur, Daspur, Ghatal, West Midnapore.
Contact: 9883838519/ 9434015356 /7063174533

Latest