পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : ১৫ ই জানুয়ারি ২০২৪ পৌষ সংক্রান্তির পূর্ণ লগ্নে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে গান্ধী ঘাটে রাম সীতা ও হনুমান মন্দিরের নব রূপে নির্মাণের শুভ সূচনা অনুষ্ঠান পালন হল। তারই সাথে সাথে সন্ধ্যায় বেনারস থেকে আগত পুরোহিতদের দ্বারা কংসাবতী নদীর ধারে সন্ধ্যা আরতির "গঙ্গা আরতির" আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালিয়া , অনুষ্ঠানটির শুভ সূচনা হয় উনার হাত ধরেই। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন কাউন্সিলার ও শহরের বিশিষ্ট সমাজসেবী গণ। বলা যায় মেদিনীপুর পৌরসভার উদ্যোগে গান্ধী ঘাটে AMRUT জল প্রকল্প হওয়ার সময় ওখানে পৌরসভার জল প্রকল্প নির্মাণের স্বার্থে একটি মন্দির সরানোর প্রয়োজন হয়। সেই মন্দিরটি স্থানীয় লোকেদের প্রচেষ্টায় এবং মেদিনীপুর পৌরসভার সহযোগিতায় আবার নব রূপে নির্মাণ করা হয়েছে।