নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হতে চলেছে বহুচর্চিত গঙ্গাসাগর সেতু। সোমবার গঙ্গাসাগরে মেলা প্রস্তুতির কাজ পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরেই তিনি গঙ্গাসাগর সেতু প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করবেন। সেতুটি সম্পূর্ণ হলে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া পৌঁছনো যাবে মাত্র কয়েক মিনিটে। এর ফলে গঙ্গাসাগরমুখী পূণ্যার্থী, পর্যটক এবং সাগরদ্বীপের ৪৩টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে যাবে। এতদিন কাকদ্বীপ থেকে কচুবেড়িয়ার মধ্যে যাতায়াতের একমাত্র ভরসা ছিল নদীপথ। স্টিমার ও নৌকার উপর নির্ভর করেই চলত এলাকার মানুষের দৈনন্দিন জীবন। বর্ষাকালে বা নদীর জলস্তর বেড়ে গেলে সমস্যায় পড়তে হত সাধারণ মানুষকে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের কাছে সেতু নির্মাণের জন্য আর্থিক সহায়তার দাবি জানিয়ে আসছিল রাজ্য। যদিও রাজ্যের অভিযোগ, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে সায় দেয়নি। শেষ পর্যন্ত ২০২৩ সালে গঙ্গাসাগর মেলা পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্যের নিজস্ব অর্থেই গঙ্গাসাগর সেতু নির্মাণ করা হবে। সেই ঘোষণায় নতুন স্বপ্ন দেখেছিল সাগরদ্বীপের মানুষ। আজ, সোমবার সেই স্বপ্ন বাস্তবের পথে পা রাখতে চলেছে।

উল্লেখ্য, প্রায় ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুতে থাকবে মোট চারটি লেন। প্রকল্পটির দায়িত্বে রয়েছে রাজ্যের পূর্ত দফতর। সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬৭০ কোটি টাকা। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুখ্যমন্ত্রী এই গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করবেন। আগামী চার বছরের মধ্যে সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেতুর নকশা প্রস্তুত রয়েছে।