Skip to content

ফের গাছ কাটার অভিযোগ গড়বেতা তিন নম্বর ব্লকের উড়িয়াসাই গ্রাম পঞ্চায়েতের বাবুইডাঙ্গা গ্রামে!

1 min read

পশ্চিম মেদিনীপুর সুমন পাত্র : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের উড়িয়াসাই গ্রাম পঞ্চায়েতের বাবুইডাঙ্গা গ্রামে বনদপ্তরের অনুমতি ছাড়াই  গাছ কেটে ফেলার অভিযোগ উঠল। অভিযোগ বাবুইডাঙ্গা গ্রামের বাসিন্দা কুতুবুদ্দিন মন্ডল, পিতা আনসার আলী মন্ডলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে সে গাছ কাটার পাশাপাশি একটি জেসিবি লাগিয়ে বনদপ্তরের মাটি সমতল করে চাষ জমি বানানোর চেষ্টা করছে।

স্থানীয় স্তরে খবর স্থানীয় বিট অফিসার প্রশান্ত দাস মহন্ত ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নিয়েছেন তাই তিনি কোন ব্যবস্থা নিতে রাজি হয়নি। যদিও এই বিষয়ে কোনো প্রমাণ না থাকায় কেউ মুখ খুলতে রাজী হয়নি। কিন্তু এই খবরটা বিদ্যুৎ বেগে স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বন ও ভুমি কর্মাধ্যক্ষ পবন সাউ থেকে শুরু করে অঞ্চল সভাপতি, মুজিবুর রহমান মন্ডল এর বিরোধিতা করে স্থানীয় স্তরে একটি মীমাংসা করে উক্ত দোষী ব্যক্তিকে চিহ্নিত করে একটি মীমাংসা নামা তৈরি করেন। তাতে স্পষ্ট জানিয়ে দেন।

আমিন ডেকে বনদপ্তরের জায়গা ফিরিয়ে দিতে হবে এবং বনদপ্তর এর যা গাছ কাটা হয়েছিল তা পুনরায় লাগাতে হবে বনদপ্তরের কোন জায়গা বেদখল হতে দেওয়া যাবে না।এরপরেই অভিযোগ উঠছে স্থানীয় এলাকায় কিছু নেতা থেকে জনপ্রতিনিধি প্রচ্ছন্ন মদত দিচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে।এলাকায় বাড়ছে ক্ষোভ। স্থানীয় গ্রামবাসীরা বলছে বনদপ্তরের তিন বিঘা জায়গা দখল করেছে ওই কুতুবউদ্দিন মল্লিক। বনদপ্তরের জায়গা কেন দখল করবে সে। কোন সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বনদপ্তরের জায়গা ব্যবহার হলে আমাদের আপত্তি ছিল না কিন্তু কোন ব্যক্তি ওই জায়গায় এভাবে দখল করবে কিছুদিন পর বিক্রি করে দেবে।

Latest