Skip to content

গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নির্বাচিত হলেন!

নিজস্ব সংবাদদাতা : সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। গৌতম গম্ভীরই ভারতীয় দলের কোচের পদে নিযুক্ত হলেন। তাঁকে ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করা হয়েছে।তিনি শ্রীলঙ্কা সফরের সময় থেকেই রোহিত শর্মাদের দায়িত্ব নেবেন। গম্ভীরকে দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে চেয়েছিল কেকেআর। শাহরুখ খানের বাড়িতে গম্ভীরকে ডেকে আলোচনাও হয়েছিল। সেই বৈঠকেই কিং খানের থেকে নাইট রাইডার্স ছাড়ার সম্মতি নিয়ে নিয়েছিলেন গম্ভীর, যে কারণে তাঁর সঙ্গে কেকেআরের সম্পর্ক আগের মতোই ভাল রয়েছে।

গম্ভীর দায়িত্বে এলেন রাহুল দ্রাবিড়ের স্থানে, যিনি নিজের কোচিং জীবনের শেষে টি ২০ বিশ্বকাপ জিতেছেন। গম্ভীরকেও বোর্ড ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে। কেকেআরের প্রাক্তন মেন্টর বারবার কথায় বুঝিয়ে দিয়েছিলেন তিনি রোহিতদের কোচ হতে চলেছেন। এদিন বিসিসিআই সচিব জয় শাহ ঘোষণা করে দিয়েছেন, গৌতম গম্ভীরই ভারতীয় পুরুষ দলের কোচ হলেন। গম্ভীর দায়িত্বে আসায় ভারতীয় দলের বাকি সাপোর্ট স্টাফদেরও বদল হবে। কারণ তিনি কোচ হওয়ার আগে বোর্ডকে প্রস্তাব দিয়েছিলেন, কোচ হলে দলের সহকারী বাছাই করবেন তিনিই। 

Latest