নিজস্ব সংবাদদাতা : রবিবার ১২অক্টোবর ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু রুখতে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ঘাটালের গোপমহল গ্রামে। দিনের পর দিন ডেঙ্গির গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে। তাই ডেঙ্গি সংক্রমণ রুখতে বিশেষ উদ্যোগ ঘাটালের প্রশাসনের। ডেঙ্গির সংক্রমণ কমাতে আয়োজিত হল বিশেষ সচেতনতামূলক কর্মশালাও।

সমাজ কর্মী তৃণাঙ্কুর পাল ডেঙ্গুর মশা সেজে গ্রামবাসীকে সচেতন করলেন। আমাদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে,কোথাও জল জমতে দেওয়া যাবে না কারণ জমা জলেই মশার বংশবিস্তার ঘটে।ডেঙ্গু আসার আগেই ডেঙ্গুর বাহক মশার বংশবিস্তার বন্ধ করতে হবে ।সচেতন থাকুন,সুস্থ থাকুন । ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস প্রশাসনের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ জানান সবাইকে ।