নিজস্ব সংবাদদাতা : ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটালের থেকে বদলি হয়ে দুর্গাপুরে চলে গেলেন। বদলি হয়ে যাবার আগের মুহূর্তে ও ঘাটাল শাখার রেড ক্রশ সোসাইটির উদ্যোগে একটি ক্যান্সার রোগীদের জন্য চুল দান ও রক্তদান শিবির আয়োজন করলেন। ২৯শে অক্টোবর বুধবার সম্প্রতি ঘাটাল রেড ক্রশ সোসাইটিতে গিয়ে ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলো ৯ জন মহিলা এক ফুটের বেশি চুল দান করলেন ।

চুল দান করলেন প্রত্যাশা ভুঁইয়া,সীমা মাইতি,রূপালি ঘোষ, জুমা রেরা,সোমাশ্রী জানা এবং পাপিয়া সেট। উপস্থিত ছিলেন ঘাটালের প্রাক্তন মহকুমা প্রশাসক সুমন বিশ্বাস, ভারতীয় রেড ক্রশ সোসাইটির ঘাটাল শাখার সম্পাদক নারায়ণ ভট্টাচার্য (নারায়ণ ভাই),ভারতীয় রেড ক্রশ সোসাইটির ঘাটাল শাখার ত্রাণ ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভদীপ সিংহ রায় সহ অন্যান্য সদস্যরা। রক্ত দান করলে কিন্তু রক্ত কমে যায় না বরং বেড়ে যায় বিশ্বাস, মানবতা আর জীবন বাঁচানোর সাহস। রক্তদান করুন, জীবন বাঁচান। ঘাটাল মহকুমা প্রশাসনিক ভবনের বর্ণ পরিচয় মুক্ত মঞ্চ সংলগ্ন স্থানে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।

এদিন ঘাটালের প্রাক্তন মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ ৫৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সুমন বিশ্বাস বলেন ১৮ বছর বয়স থেকেই নিয়মিত রক্তদান করে আসছেন। বছরে কম করে তিনবার রক্তদান করেন। বিগত রক্তদানের তিনমাস পেরিয়ে গেলেও আমি এই দিনটার জন্য অপেক্ষা করে ছিলাম। সমাজে এই ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়। আসলে কেমোথেরাপি চলাকালীন মাথার সমস্ত চুল উঠে যায় ক্যানসার রোগীদের। একে তখন রোগীর শরীরে বাসা বেঁধে থাকে মারণ রোগ, অন্যদিকে চুল হারিয়ে হীনমন্যতায় ভোগেন তাঁরা। ঘাটালবাসী জানে,এমন প্রশাসক খুব একটা দেখা যায় না।