Skip to content

ঘাটালের বন্যা কবলিত অজবনগর এলাকার পরিদর্শন করেন, সাংসদ দীপক অধিকারী ও রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : স্পিড বোট ও ভুটভুটি করে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যা কবলিত অজবনগর এলাকা পরিদর্শন করেন, ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী ও রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান।
শুধু আজকে নয় বছরের পর বছর ঘাটাল এই পরিস্থিতি তৈরি হয়। এই দুঃসময়ে ঘাটালের মানুষের পাশে কিভাবে থাকা যায়, কিভাবে মানুষকে সাহায্য করা যায় সেজন্যই আমি এসেছি, ঘাটালের বন্যাকবলিত এলাকায় দাঁড়িয়ে বললেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব)। আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দেই না কেন, যারা জলের তলায় রয়েছে তারাই বোঝে কষ্ট টা কি। প্রকৃতির ওপর তো কারো হাত নেই, এখন আমাদেরকে কিভাবে মানুষকে সাহায্য করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। কেউ কাউকে দোষারোপ করে সময় নষ্ট না করে মানুষের পাশে দাঁড়ানো দরকার। অপরদিকে মন্ত্রী জাভেদ আহমেদ খান বলেন, এলাকায় বোট সহ যাবতীয় মেশিনারি আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করেছি। এখানকার মানুষের যা কিছু প্রয়োজন রয়েছে তা দেওয়া হবে, তবে অনেক বড় বন্যা তো খুব তাড়াতাড়ি মোকাবেলা করা সম্ভব নয়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এসে ঘুরে গেছেন। জেলা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, আমরাও এসেছি, আবারো প্রয়োজনে আসবো। ঘাটালের মানুষকে বন্যা কবলিত এলাকার থেকে সুস্থ পরিবেশে ফিরিয়ে দেয়ার দায়িত্ব সরকারের। এদিন মন্ত্রী জাভেদ খান ও ঘাটাল লোকসভা সাংসদ দীপক অধিকারী ঘাটাল থেকে স্পিডবোটে চেপে ঘাটালের অজব নগর ১ ও ২ জিপি এলাকায় যান মানুষের সাথে কথা বলেন এবং ত্রাণের ব্যবস্থা করেন।

রবিবার ঘাটালে বন্যা পরিদর্শন এবং উচ্চপর্যয়ের বৈঠকের জন্য এলেন রাজ্যের চিফ সেক্রেটারি তথা মুখ্য সচিব মনোজ পন্থ,কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা, আই এ এস, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম, আই এ এস, পি এইচ ই দপ্তরের প্রধান সচিব, সুরেন্দ্র গুপ্তাপশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি,পুলিশ সুপার ধৃতিমান সরকার,ঘাটালের এসডি ও সুমন বিশ্বাস, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সারেঙ্গী ,মেদিনীপুর ডিভিসনের ডিভিশনাল কমিশনার আয়েষা রাণী, এছাড়াও ছিলেন অন্যান্য দপ্তরের সচিব এবং আধিকারিকরা। সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন প্রায় ১০ লাখের বেশি মানুষ বন্যা প্লাবিত। প্রশাসন সব রকম পদক্ষেপ নিয়েছে।কৃষির ক্ষতির ব্যাপারে তিনি বলেন, পর্যালোচনা করে দেখা হবে ক্ষতির পরিমাণ এবং নিয়ম মত কৃষকরা ক্ষতিপূরণ পাবেন।

Latest