নিজস্ব সংবাদদাতা : দুস্থ শিশুদের নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল ঘাটাল রেডক্রশ সোসাইটির রাধানগর সেন্টারে। এলাকার দুস্থদের বিনামূল্য শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হল এই শিবিরে। পাশাপাশি ওই শিবির থেকেই সমস্ত রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয় এদিন।

ডঃ.শিশির কুমার দাস এদিন ৫৭ জনেরও বেশি রোগীরা এসেছিলেন চিকিৎসা পরিষেবা নিতে। এদিন স্বাস্ব্যপরিক্ষার পাশাপাশি শিবির থেকে বিনামূল্য অষুধ পেয়ে সমস্ত রোগীরাই খুশি হয়েছেন ।ঘাটাল রেডক্রশ সোসাইটির উদ্যোগে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রের আয়োজন করে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, দিন আনা দিন খাওয়া মানুষজন আমরা। স্বাস্থ্য পরীক্ষা করব সেই টাকা কই। আর যদিও বা অসুখ-বিসুখ হলে হাসপাতালে যাই, ডাক্তাররা যেসব ওষুধ লিখে দেন সব কেনার সামর্থ্য বা কোথায়? তাই এই ভাবে স্বাস্থ্য পরীক্ষা শিবির হলে মানুষজনের সুবিধা হয় ।