নিজস্ব প্রতিনিধি: মেদিনীপুর ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে সম্বর্ধনা জানানো হলো ইংলিশ চ্যানেল জয়ী অবিভক্ত মেদিনীপুরের ভূমিকন্যা আফেরিন জাবিকে এবং শারদোৎসবের উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো দুই শতাধিক সহ নাগরিকের হাতে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের রবীন্দ্র মূর্তির পাদদেশে ভগৎ সিং এর জন্মদিন ও শারদোৎসবকে সামনে রেখে এবং সংস্থার প্রতিষ্ঠা লগ্নের গুরুত্বপূর্ণ সদস্য অকালে প্রয়াত উত্তম গোপের স্মৃতিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। উত্তম গোপের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এদিনের সংগঠনের পক্ষ থেকে মেদিনীপুরে ভগৎ সিং -এর মূর্তি স্থাপনের জন্য জায়গা বরাদ্দ করার জন্য একটি স্মারকলিপি পুরপ্রধানের হাতে তুলে দেওয়া হয়। পুরপ্রধান জানান পূজা কাটলেই তিনি মূর্তি বসানোর জায়গার ব্যবস্থা করে দেবেন।

এ দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে পুরপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন আফেরিন জাবির পিতা পিয়ার আলী,বর্ষীয়ান সমাজকর্মী কীর্তি দে বক্সী, সমাজকর্মী কুনাল ব্যানার্জী, প্রাক্তন কাউন্সিলর শ্যামল ভকত, কাউন্সিলের ইন্দ্রজিৎ পাণিগ্রাহী, সমাজকর্মী পবন গোপ, অধ্যাপক ড.বিশ্বজিৎ সেন, চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী, সমাজকর্মী প্রসেনজিৎ সাহা, সমাজসেবী গনেশ চন্দ্র মাইতি, অর্পিত আগরওয়াল,অংকিত আগরওয়াল, সমাজকর্মী দেবরাজ রায়, প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া, সমাজকর্মী প্রেমজিৎ গোপ সহ অন্যান্যরা। ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন কুন্দন গোপ,তপন সাহা,বরুণ আগরওয়াল, বিপত্তারণ ঘোষ,ড.সুশান্ত দে, ডাঃ বিশ্বজিৎ পড়িয়া,সুব্রত চক্রবর্তী, পাপিয়া চৌধুরী, মধুমিতা মুখোপাধ্যায়, মৃন্ময়ী খাঁড়া,সোমনাথ মহাপাত্র, দুলাল মান্না,বিদ্যুৎ পাঁজা,বিবেক গোপ,অক্ষয় গোপ সহ অন্যান্যরা। ইংলিশ চ্যানেল জয়ী আফেরিন জাবির হাতা একটি মানপত্র সহ স্মারক তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের পক্ষে এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। অন্যদিকে শুক্রবার দুপুরে ফাউন্ডেশনের পক্ষে থেকে রাজাবাজারে সব্জি বিক্রি করতে আসা প্রায় চল্লিশ জন মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এবং বিকেলে মানিকপাড়া ইন্দ্রাবনী আশ্রমে গিয়ে আবাসিক শতাধিক ছাত্রীর হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।