Skip to content

ফুটবল ঈশ্বরের বরপুত্র ও বলিউড বাদশা এক ফ্রেমে, সাক্ষী কলকাতা!একবার হাত মেলানো ও সঙ্গে একটি ছবি তোলার জন্য গুনতে হবে কত টাকা?

1 min read

নিজস্ব সংবাদদাতা : প্রায় ১৪ বছর পর আবার কলকাতায় পা রাখলেন লিয়োনেল মেসি। বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি সোজা চলে যান নিজের হোটেলে। জানা গিয়েছে, সেখানে তাঁকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অনুরাগী। যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল অনুষ্ঠানের আগেই কলকাতার এক স্টেডিয়াম সংলগ্ন অভিজাত হোটেলে মুখোমুখি হলেন ফুটবলের মহাতারকা লিয়োনেল মেসি ও বলিউডের বাদশা শাহরুখ খান। শুক্রবার গভীর রাতে, প্রায় আড়াইটে নাগাদ লুইস সুয়ারেজ় ও রদ্রিগো ডি’পলকে সঙ্গে নিয়ে কলকাতায় পৌঁছন মেসি। অন্যদিকে, ভোরবেলায় ছোট ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে শহরে আসেন শাহরুখ খান। শনিবার সকালেই হোটেলে গিয়ে মেসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শাহরুখ। এই ঐতিহাসিক আলাপের আয়োজন করেন ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’-র মূল আয়োজক শতদ্রু দত্ত। শাহরুখকে দেখেই হাসিমুখে হাত বাড়িয়ে দেন মেসি। আদর করে কাছে টেনে নেন আব্রামকেও। কুশল বিনিময়ের পর দুই তারকার সঙ্গে ছবি তোলা হয়। সেই মুহূর্তে তাঁদের মাঝেই ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি’পল। উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

শনিবার সকাল ৯.৩০ থেকে ১০.৩০ পর্যন্ত মিট অ্যান্ড গ্রিট পর্ব। সকাল ১০.৩০ থেকে ১১.১৫ ভার্চুয়ালি নিজের মূর্তি উন্মেচন করবেন এলএম টেন। ১১.১৫ মিনিটে হোটেল থেকে যুবভারতীতে রওনা দেবেন। ১১.৩০ মিনিটে মাঠে আসবেন শাহরুখ। দুপুর ১২টায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। দুপুর ১২ থেকে ১২.৩০ পর্যন্ত সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা এবং সংক্ষিপ্ত আলাপ পর্ব। অনুষ্ঠান শেষে বিমানবন্দরে চলে যাবেন মেসি। দুপুর ২টোয় হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন।

ফুটবলপ্রেমীদের স্বপ্নের নাম লিওনেল মেসি। সেই মেসিকে ছুঁয়ে দেখা, একবার হাত মেলানো ও সঙ্গে একটি ছবি তোলার সুযোগ—তবে তার জন্য গুনতে হবে প্রায় ১০ লক্ষ টাকা। আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় মেসির সফরকে কেন্দ্র করে আয়োজিত এক বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে এই সুযোগ দেওয়া হচ্ছে স্পনসরদের জন্য। আয়োজকদের তরফে জানানো হয়েছে, ১৩ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে ইএম বাইপাস সংলগ্ন একটি অভিজাত হোটেলে শুরু হবে এই বিশেষ অনুষ্ঠান।

সেখানে অংশগ্রহণকারীরা মেসির সঙ্গে একবার হাত মেলানোর সুযোগ পাবেন এবং পেশাদার আলোকচিত্রীর মাধ্যমে মেসির সঙ্গে একটি ছবি তোলা হবে। এর পাশাপাশি, ওই হোটেলের ‘প্রিমিয়াম লাউঞ্জে’ বসে উন্নতমানের খাবার ও পানীয় উপভোগের ব্যবস্থাও থাকছে। শুধু তাই নয়, এই ট্যুরের অংশ হিসেবে দেশের অন্য একটি শহরের জন্য একটি হসপিটালিটি-ক্যাটাগরি টিকিটও দেওয়া হবে বলে জানা গিয়েছে। গোট ট্যুরের প্রোমোটার শতদ্রু দত্ত এই সাক্ষাৎকে ‘জীবনে একবারের সুযোগ’ বলে বর্ণনা করলেও, বাস্তবে মাথাপিছু আয় কম এমন দেশের সাধারণ ফুটবলপ্রেমীদের কাছে ১০ লক্ষ টাকা খরচ করে মেসির সঙ্গে দেখা করা কার্যত অধরাই থেকে যাচ্ছে—এমনটাই মত ক্রীড়ামহলের একাংশের।

Latest